JU admission | জাবি স্পেশাল টিপস | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চান্স পেতে করণীয়

JU admission প্রসেস শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেতে চায় তাদের জন্য স্পেশাল টিপস & ট্রিক্স
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিঃসন্দেহে দেশের অন্যতম কঠিন একটি পরীক্ষা। কিছু বিষয় অনুসরণ করতে পারলে জাবিতে চান্স পাওয়ার দৌঁড়ে এগিয়ে যাওয়া সম্ভব। নিচে আমি চেষ্টা করব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার।

JU admission প্রিপারেশন নিয়ে আমরা যা যা জানব তা এক নজরে:

  • বিগত বছরগুলোর প্রশ্ন ব্যাখ্যাসহ সলভ করা
  • সময় মেইনটেইন করা প্রাকটিস করা
  • বিষয়গুলোর তালিকা করা
  • পড়ার সময় সেট করা
  • নিজেকে ফ্রেশ এবং মাইন্ডফুল রাখতে করণীয়
  • +স্পেশাল টিপস ★ সাইন যুক্ত বাক্যগুলো
প্রথমে বিগত বছরগুলোর প্রশ্ন ব্যাখ্যাসহ সলভ করতে হবে ।  এতে করে শুধু শুধু প্রশ্ন মুখস্থ হবে না। বরং বিষয়গুলোতে ভালো ধারণা সৃষ্টি হবে । সেটা রিলেটেড অন্যান্য প্রশ্নের উত্তর করার যোগ্যতা এনে দিবে।
তারপর, বাসায় প্রশ্নে ব্যাংক দেখে পরীক্ষা বা মডেলটেস্ট দেওয়া। এটা সবসময় মনে রাখতে হবে।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সময় কিন্তু ৫৫ মিনিট!  অনেকে মনে করে ১ ঘন্টা!  তবে না, ৫৫ মিনিটে ৮০ টা দাগাতে হবে । মডেল টেস্ট দিবেন। ৫০ মিনিটে ৮০ টার উত্তর করার চেষ্টা করতে হবে। এতে পরীক্ষার হলে ভালো পারফর্ম করা সহজ হবে।
★ আগে বিগত বছরের প্রশ্ন সলভ তারপর মডেল টেস্ট।

এখন প্রশ্ন হলো, কী কী পড়বেন তাই তো? জাবি ভর্তির জন্য  আপনাকে পড়তে হবে :

  • বাংলা
  • ইংরেজি
  • সাধারণজ্ঞান
  • IQ
  • গণিত
JU এর প্রায় সকল ইউনিটেই IQ (বুদ্ধিমত্তা) থেকে প্রশ্ন করা হয়। তাই IQ এর উপর ভালোভাবে প্রিপারেশন নিতেই হবে। তবেএটা নিয়ে চিন্তার কিছু নেই। এজন্য পড়তে পারেন IQ বই “IQ SUMMIT” ”ছায়ামঞ্চ”

যাইহোক, কিছু বিষয় মনে রাখতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রশ্ন কিছুটা ব্যতিক্রমধর্মী হয়। ইংরেজির সাধারণ গ্রামার অংশ তো জানবেনই। এর পাশাপাশি জানতে হবে  Formal English, Informal English, Semi Formal English, Business English ইত্যাদি। Literary Term, IPA, HOMONYM, HOMOPHONE ইত্যাদি ব্যতিক্রমধর্মী প্রশ্নও থাকে।  ★এগুলো শিখতে চাইলে আমাকে জানাতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে ক্লাস নিয়ে ভিডিও আপলোড দিয়ে দিব, ইনশাআল্লাহ।

এরপর B, E ইউনিটে সাধারণ গণিত (৯ম-দশম এর সাধারণ গণিত) থেকে প্রশ্ন করা হয়। তাই গণিতের উপর ভালো প্রস্তুতি থাকলে JU admission এ আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন।
★বেশিরভাগ পরীক্ষার্থী গণিত অংশ টাচ করে না তাই আপনি যদি গণিতে ভালো হন, এই সুযোগটা নিতে ভুলবেন না। প্রশ্নব্যাংক থেকে রিসার্চ করে ফেলুন কোনধরনের প্রশ্ন JU admission এ বিগত বছরগুলোতে বেশি বেশি এসেছে।
তাছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান প্রশ্ন অন্য সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে ভিন্ন হয়। C ইউনিটে ৫০ নাম্বারই থাকে বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান । তাই বিষয়ভিত্তিক বেসিক ধারণা নিয়ে নিন। সেক্ষেত্রে  বেশি গভীর থেকে না জানলেও হবে তবে মৌলিক বিষয়গুলো আপনার নখদর্পনে থাকলে আপনি নিঃসন্দেহে এগিয়ে যাবেন।
টার্গেট সেট করে পড়বেন । আজকে কতটুকু পড়বেন তা আগের দিন রাতে ঠিক করে ঘুমিয়ে পড়ুন অথবা ঘুম থেকে উঠে শুরুতেই আগে দিনের পরিকল্পনা করে ফেলুন।
শেষ কথা, নিয়মিত নামাজ আদায় করুন । দৈনিক কুরআন তেলাওয়াত করুন । ধর্মীয় অনুশাসন মেনে চললে মন ও ফ্রেশ থাকে। আর বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন । অনেক বেশি বেশি করে চাইতে হবে। ★পারলে মাঝেমধ্যে তাহাজ্জুদ পড়ুন। কান্না করে করে আল্লাহর কাছে চান। আপনার মনের ইচ্ছাগুলো সেজদায় চোখের পানিতে ভিজিয়ে আল্লাহর কাছে উপস্থাপন করুন।

আপনার JU admission বিষয়ে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন।

জাবির ক্যাম্পাস দেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ। আপনার জন্য শুভকামনা, রইলো।❤️
Share with Friends

3 thoughts on “JU admission | জাবি স্পেশাল টিপস | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চান্স পেতে করণীয়”

  1. Amor Kanti Chakma

    JU admission post of that This website is very important. We get various important information from here, which is very good and useful for our university entrance exam. So it is very good.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top