গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করার উপায় | সবচেয়ে কার্যকর কোনটি?

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করার সবচেয়ে কার্যকর উপায়

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করার উপায়

সম্প্রতি সময়ে প্রতি বছর সরকারি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ব্যাপারটিকে বেশ গুরুত্বের নিচ্ছে শিক্ষার্থীরা। চলুন আজ গুচ্ছ ভর্তি পরীক্ষা কেনো এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো সবচেয়ে কার্যকর।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কেনো?

প্রশ্নটির উত্তর হিসেবে সহজে বোঝার সুবিধার্থে একটি উদাহরণ টানার চেষ্টা করছি। ধরুণ আপনি একজন শিক্ষার্থী এবং পাবলিক পরীক্ষা শেষে যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে মাত্র একটি বিষয়ে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অনিশ্চয়তা মাথায় নিয়ে দেশময় ঘুরে বেড়াতে হবে। যা সময় নষ্ট এবং অধিক ঝটকি-ঝামেলার জন্ম দেয়। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর একটি সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করার ব্যবস্থা করেছে শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করার সবচেয়ে কার্যকর উপায়গুলি কী কী?

এই পর্যায়ে প্রশ্ন হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করার সবচেয়ে কার্যকর উপায়গুলি কিভাবে খুঁজে পাবো বা কিভাবে এর প্রস্তুতি নিবো! এক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রস্তুতির একটি সম্ভাব্য আউটলাইনে চোখ বুলিয়ে নেওয়া যাক।

ইংরেজি

ইংরেজির ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সাধারণত বরাদ্দ করা হয় ১০ নম্বর৷ এতে থাকবে গ্রামার এবং ইরেজির ব্যাসিকসহ গুরুত্বপূর্ণ কিছু নলেজের উপর করা প্রশ্ন। এতোকিছুর উপর প্রশ্ন থাকায় অনেকেই হয়তো ইতিমধ্যেই চিন্তার সাগরে ডুব মারছেন। চিন্তার কিছুই নেই। এই ১০ নম্বর নিশ্চিত করতে হলে সম্ভাব্য যে বিষয়গুলির দিকে আলাদা নজর দিতে হবে সেই বিষয়গুলি হলো

  • Translation
  • Synonyms
  • Antonyms
  • Transformation of sentences
  • Joining sentence
  • Comprehension
  • Parts of speech
  • Article
  • Tense
  • Voice
  • Narration
  • Correction ও Right form of verbs

উল্লেখিত বিষয়ের ব্যাসিক জানলেই চলবে। সেই সাথে ইংরেজ কবি ও সাহিত্যিকের পরিচয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ কোটেশন বিশেষ করে এইচএসসি সিলেবাসকে গুরুত্ব দিতে পারলেই আপনার ১০ নাম্বার নিশ্চিত!

আইসিটি

আইসিটির ক্ষেত্রে মূলত মাধ্যমিক অর্থ্যাৎ ক্লাস নাইন-টেনের বই এবং এইচএসসির পুরো পাঠ্যবইকে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে যারা প্রযুক্তিপোকা হিসেবে ইতিমধ্যেই মোটামুটি পরিবারে কুখ্যাত হয়েছেন তারা বাড়তি সুযোগ পাবেন। কেননা জেনারেল নলেজ ঠিক থাকলে এর প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করা অনেক সহজ হবে। মনে রাখবেন আইসিটিতে ২০ নাম্বার থাকছে এবং যা পেতে হলে আপনাকে

  • গ্লোবাল ভিলেজের উপাদান,
  • ভার্চুয়াল রিয়েলিটি,
  • ক্রায়োসার্জারি,
  • বায়োমেট্রিক্স,
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং,
  • ন্যানো টেকনোলোজি
  • ডেটা ট্রান্সমিশন (মোড, মাধ্যম, এলিমেন্ট),
  • ওয়াইফাই,
  • ওয়াইম্যাক্স,
  • হাব ও সুইচ,
  • নেটওয়ার্ক ও ক্লাউড কম্পিউটিংয়ের দিকে নজর দিতে হবে।

বাংলা

বাংলায় ১০ নম্বর পুরোপুরি নিশ্চিত করতে গদ্য ও কবিতা অংশে বাড়তি মনোযোগ দিতে হবে। কেননা ঘাটাঘাটি করলে দেখা যাবে বিগত বছরগুলোতে এই গদ্য ও কবিতা অংশ হতেই সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছে শিক্ষার্থীরা। আরেকটু সহজ করে দিলে বা নির্দিষ্ট বিষয় হিসেবে গুরুত্বের প্রশ্ন তুললে বলতে হয় গদ্যের মূল বিষয়, গদ্য লেখক পরিচিতি, তাঁর সাহিত্যকর্ম, জীবনীর ক্ষেত্রে বাড়তি মনোযোগ দিতে হবে। একই নিয়মে কবিতা ও উপন্যাসের ব্যাপারটি তো থাকছেই। ব্যাকরণের ব্যাপারে তো কিছুই বলা নেই। ঠিক ইংরেজি গ্রামারের মতো সমানে বাংলা ব্যাকরণকে গুরুত্ব দিতে হবে।

  • বচন
  • বাক্য
  • সংকোচন
  • বাগধারা
  • উপসর্গ
  • ভাষা
  • বাংলা ভাষা
  • ব্যাকরণ
  • শব্দ
  • কারক
  • সমাস
  • সন্ধি
  • বিভক্তি ও অনুসর্গ এসব অংশকে গুরুত্বের সাথে পড়তে হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করতে কিভাবে পড়বো?

এবার আসি পড়ার ধরণ নিয়ে! যাই পড়েন না কেনো আপনার পড়ার ধরণ যদি ঠিক না থাকে তবে কোনোভাবেই আপনি তা গলাধঃকরণ করতে পারবেন না। চলুন এবার কিছু টিপস শেয়ার করা যাক। যা আপনাকে দ্রুত পড়া ক্যাচ করতে সাহায্য করবে।

  • যে সময়গুলি চলে গেছে তার দিকে না তাকিয়ে পরবর্তী সময়গুলিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
  • লক্ষ্য ঠিক না করে চান্স পাওয়ার ইচ্ছে পোষণ করা যাবে না।
  • প্রশ্ন পদ্ধতি, মানবন্টন, এবং অন্যান্য ভর্তি পরীক্ষা বিষয়ক তথ্যসমূহ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে।
  • চেষ্টা করতে হবে বিগত বছরের প্রশ্ন সম্বন্ধে মারাত্মক জ্ঞান রাখার।
  • নিজের মতো করে পড়ার চেষ্টা করবে। যেভাবে নিজের কাছে পড়াটা রপ্ত করা সহজ হয় সেভাবেই!
  • বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার একসাথে (ট্রান্সলেশনের মতো করে) পড়লে মাথায় থাকার সম্ভাবনা বেশি থাকে।
  • কোয়ালিটি অনুযায়ী পড়তে হবে এবং কোয়ানটিটিকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না।
  • মেইন বইয়ের পাশাপাশি আপডেট করা তথ্যের জন্য ইন্টারনেটের সাহায্য নিতে হবে।
  • সবসময় সুস্থতা বজায় রেখে নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে।

ইতি কথা

আশা করি উপরের বিষয়ভিত্তিক টিপস এবং ধরণের উপর নির্ভর করা উপায়গুলিকে গুরুত্ব দিতে পারলে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফল হওয়াটা সহজ হবে। আজকের মতো এতোটুকুই। একদিন এই আর্টিকেলটি পড়া সকল শিক্ষার্থী ভাই-বোনের শেষ পরিণতিতে “সফলতার” সম্পূর্ণ দখল বজায় থাকবে, এটাই কামনা করি।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংলিশের জন্য কমপ্লিট কোর্স একদমই ফ্রী তে করতে পারেন এই চ্যানেল থেকে: Admission English Complete Course 

আর যদি অল্প খরচে দেশ সেরা প্রকৌশল, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পেইড কোর্স করতে আগ্রহ থাকেন তাহলে আমি রেকমেন্ড করব এই কোর্সগুলো:

মেডিকেল – ভর্তি প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় বিজ্ঞান – ভর্তি প্রস্তুতি

যদি তুমি মানবিকের স্টুডেন্ট হও তবে:

বিশ্ববিদ্যালয় মানবিক – খ ইউনিট ভর্তি প্রস্তুতি

ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট হলে:

বিশ্ববিদ্যালয় ব্যবসায় – ভর্তি প্রস্তুতি

অথবা প্রকৌশল বা বিভাগ পরিবর্তন করে ঘ ইউনিটের জন্য প্রস্তুতি নিতে চাও।

ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি

ডি ইউনিট/ বিবিএ + প্রাইভেট ভর্তি প্রস্তুতি

এছাড়াও যদি কোনো তথ্য জানা প্রয়োজন হয় যেকোনো সময় আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। স্পেশালি ইংরেজির জন্য।

সবার জন্য রইলো, অনেক অনেক শুভকামনা।

Share with Friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top