সাধারণ জ্ঞান | General Knowledge – গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান

→  চলুন খুব গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান জেনে নিই!

☞ বাংলাদেশের সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা কত?

উত্তরঃ ১১ জন।
☞ মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর কোনটি?
উত্তরঃ বিভাগ।
☞ ঢাকা পূর্ব বাংলার রাজধানী হয় কবে?
উত্তরঃ ১৯৪৭ সালে।
☞ দেশের সকল থানাকে উপজেলায় রূপান্তর করা হয় কবে?
উত্তরঃ ১৯৮৫ সালে।
☞ বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেন?
উত্তরঃ মহিষ।
☞ বঙ্গবন্ধুর সর্ববৃহৎ তর্জনী ভাস্কর্যের নাম কী?
উত্তরঃ মুক্তির ডাক।
☞ পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয় হবে?
উত্তরঃ ২০১৫ সালের ১২ ডিসেম্বর।
☞ জাতীয় স্যানিটেশন মাস কবে?
উত্তরঃ অক্টোবর।
☞ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠিা হয় কবে?
উত্তরঃ ১৯৭৬ সালে।
☞ Northeast Bangladesh Economic Corridor গঠনের প্রস্তাবক কে?
উত্তরঃ এশীয় উন্নয়ন ব্যাংক।
☞ ADB এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Asian Development Bank.
☞ADB এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মান্দালুইয়ং শহর।
☞ ADB এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৬৮ টি দেশ।
☞ ADB কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর।
☞ বর্তমানে বাংলাদেশে জি আই (GI) সনদপ্রাপ্ত পণ্য কোনটি?
উত্তরঃ ৯ টি।
☞ GI এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Global Indication. বাংলা অর্থ হলো ভৌগোলিক নির্দেশক।
☞ GI পণ্য কী?
উত্তরঃ GI মূলত একটি চিহ্ন বা প্রতীক। এই চিহ্নটি নির্দিষ্ট পণ্যের জন্য ব্যবহার করা হয়। এটি নির্দিষ্ট ভৌগোলিক  এলাকার (দেশ বা শহর) পণ্যের পরিচিতি বহন করে। এর ফলে পণ্যটি ঐদেশের বা এলাকার পণ্য হিসেবে পণ্য খ্যাতি পায়।
☞ GI পণ্যের স্বীকৃতি দান করে কোন সংস্থা?
উত্তরঃ  WIPO.
☞WIPO এর পূর্ণরূপ কী?
উত্তরঃ  World Intellectual Property Organization.
☞ World Intellectual Property Organization এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভা।
☞ WIPO কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬৭ সালের ১৪ জুলাই।
☞ সম্মেলনের শহর বলা হয় কাকে?
উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভাকে।

আরও কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন
সুইজারল্যান্ডের জেনেভায় যে সকল সংস্থার সদর দপ্তর সেগুলো হলঃ

#ILO: International Labour Organization. ILO প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালের ১১ এপ্রিল ফ্রান্সের প্যারিসের একটি সম্মেলনে। ILO এর সদস্য দেশ ১৮৭ টি দেশ। এটি ১৯৬৯ সালে নোবেল পুরুস্কার লাভ করেন।
#WHO: World Heath Organization (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।  এটি প্রতিষ্ঠিত ১৯৪৮ সালের  ০৭ এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ ১৯৪ টি দেশ।

#WTO: World Trade Organization (বিশ্ব বাণিজ্য সংস্থা)। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালের ১ জানুয়ারি (বিশেষ দ্রষ্টব্যঃ পল্লীকবি জসীম উদ্দিনের জন্ম ১৯০৩ সালের ০১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা জন্মগ্রহণ করেন)। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশ ১৬৪ টি দেশ।

#WMO: World Metrological Organization. এটি প্রতিষ্ঠিত ১৯৫০ সালের ২৩ মার্চ। (বিশেষ দ্রষ্টব্যঃ ১৯৪০ সালের ২৩ মার্চ শে রে বাংলা এ. কে ফজলুল হক লাহোর প্রস্তাব ভাষণ উত্থাপন করেন)। এটির সদস্য দেশ ১৮৭ টি দেশ।

#UNCTAD: United Nations Conference on Trade And Development. এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালের ৩০ ডিসেম্বর (বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল বিটিভি চ্যানেল প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর)।

জিআই পণ্য সঙ্ক্রান্ত সাধারণ জ্ঞান প্রশ্ন

☞ বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি?
উত্তরঃ জামদানি শাড়ি। স্বীকৃতি পায় ২০১৬ সালের ১৭ নভেম্বর।
☞ বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য কোনটি?
উত্তরঃ রংপুরের শতরঞ্জি। স্বীকৃতি পায় ২০২১ সালের ২৬ এপ্রিল।

☞ বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য গুলো হলঃ

✔জামদানি শাড়ি। স্বীকৃতি পায় ২০১৬ সালের ১৭ নভেম্বর।
✔ইলিশ। স্বীকৃতি পায় ২০১৭ সালের ০৬ আগস্ট।
✔খিরসাপাত আম। স্বীকৃতি পায় ২০১৯ সালের ২৭ জানুয়ারি।
✔ ঢাকাই মসলিন। স্বীকৃতি পায় ২০২০ সালের ২৮ ডিসেম্বর।

আরও কিছু জিআই পণ্য

✔ রাজশাহী সিল্ক। স্বীকৃতি পায় ২০২১ সালের ২৬ এপ্রিল।
✔ বিজয়পুরের সাদামাটি। স্বীকৃতি পায় ২০২১ সালের ২৬ এপ্রিল।

এছাড়া,
✔ দিনাজপুরের কাটারিভোগ। স্বীকৃতি পায় ২০২১ সালের ২৬ এপ্রিল।র

বাংলাদেশ কালিজিয়া। স্বীকৃতি পায় ২০২১ সালের ২৬ এপ্রিল।
✔ রংপুরের শতরঞ্জি। স্বীকৃতি পায় ২০২১ সালের ২৬ এপ্রিল।

তার মানে ৯টি জি আই পণ্যের মধ্যে ৬টি পণ্যই ২০২১ সালের ২৬ এপ্রিল জি আই পণ্যের স্বীকৃতি পায়।

আরও সাধারণ জ্ঞানের প্রশ্ন পেতে ফেইসবুকেও জয়েন হয়ে যেতে পারেন

Share with Friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top